নাজিমুদ্দিন সরকারি কলজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হামলার প্রতিবাদে সোমবার সকালে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে নেত্রকোনা সরকারি কলেজের সামনে এ মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় সমাজে গনসচেতনতা লক্ষ্যে এ মানববন্ধন করা হয়েছে বলে বক্তব্য রাখেন শিক্ষা সমিতির সভাপতি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, শিক্ষক পরিষদ সম্পাদক বিধান চন্দ্র মিত্র, কলেজ ইউনিটের সম্পাদক এ এস এম আতিকুর রহমান, বাংলা সহকারী প্রভাষক গোলাম মোস্তফাসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/ ২০ জুন, ২০১৬/ আফরোজ