চাঁপাইনবাবগঞ্জের চারালডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। আজ সোমবার রাত ২টার দিকে গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের অনুরাধাপুর সীমান্তের ২’শ গজ ভেতরে এই ঘটনা ঘটে। লাশ দুটি বিএসএফ নিয়ে গেছে।
৪৩ বিজিবি’র (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চত করে জানান, বাংলাদেশের দুই নাগরিক ভারতের অভ্যন্তরে ঢুকে বিএসএফের ওপর হামলা চালালে তারা গুলি চালায়। এসময় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ ব্যাপারে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে যে নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৬/শরীফ