বাগেরহাটে নেশার টাকা না পেয়ে সৎ মাকে হত্যার দায়ে ফারুক শেখ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির উপস্থিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত মোকসেদ শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ৫ জুলাই বিকাল ৪টার দিকে সৎমা হাসিনা বেগমকে ফারুক শেখ কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাসিনা বেগমের মৃত্যু হয়। এ সময় প্রতিবেশিরা ফারুককে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় পরদিন নিহতের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে হত্যাকারী ভাই ফারুকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান ওই বছরের ৮ সেপ্টেম্বর ফারুক শেখকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দাখিল করেন। এই মামলার ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার এই রায় প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৬/মাহবুব