দিনাজপুরে ফুলবাড়ীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর রাত ৮টায় দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়নের কাথাওড়া চেয়ারম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাইফুল ইসলাম রুহিন (৫) ও জান্নাতি খাতুন (৫)।
শিশু রাইফুল ইসলাম রুহিন দৌলতপুর কাথাওড়া পাড়ার তৈমুর রহমানের ছেলে ও জান্নাতি খাতুন কুশলপুর গ্রামের আজিম হোসেনের মেয়ে।
নিহত শিশু দুটির পরিবারের সদস্যরা জানায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শিশু দুটি যমুনা নদীত গোসল করতে যায়। এর পর তারা আর বাড়ীতে ফিরে আসে নাই। পরে অনেক খোঁজার পর ওই দিন রাত ৮টায় নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৬/হিমেল-০১