জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপহৃত তরুণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী। তার বাবা বিশ্ববিদ্যালয়ের একটি হলের কর্মচারি। তাই ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সপরিবারে থাকতেন তারা। রবিবার দুপুরে ক্যাম্পাসের বিশমাইলের কর্মচারী ক্লাবের সামনে থেকে ওই তরুণীকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১৩ ৯১০৩) তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন।
সূত্র জানায়, ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে মাইক্রোবাসটি। পরে সেখানে তার ডান পায়ের একটি জুতা, কানের দুল ও একটি পাসপোর্ট সাইজের ছবি পান তারা।
সোমবার অপহৃতার ছোটভাই সায়মন বলেন, একদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আপুর কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে আমরা থানায় এসেছি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, মেয়ের বাবা বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের কর্মচারি। ঘটনাস্থলে ছবি ও জুতা দেখে মেয়েকে চিহ্নিত করেছেন তিনি। আমরা বিষয়টি আশুলিয়া ও সাভার থানা পুলিশকে অবহিত করেছি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ