মাদারীপুরের কলেজ শিক্ষক ও পুরোহিত রিপন চক্রবর্তীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি শরীয়তপুর জেলা শাখা।
আজ বেলা সাড়ে ১১ টায় শরীয়তপুর সরকারী কলেজ সংলগ্ন শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ ও বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির ফরিদপুর বিভাগীয় যুগ্ম মহাসচিব প্রফেসর মোঃ মনোয়ার হোসেন, শরীয়তপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ ফজলুল হকসহ কলেজে কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা শিক্ষকদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানান। মানববন্ধন কর্মসূচীতে শরীয়তপুর সরকারী কলেজে কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৬/হিমেল-০৩