মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জুয়া খেলার সময় পুলিশের হাতে আটক ছয় জুয়াড়িকে ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুন) দুপুর ১টার দিকে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মো. জাকির হোসেন (৩০), মো. কাওছার আলি (২৮), মো. আলম শিকদার (৫০), ঠান্ডু মিয়া (৩০), কাওছার হোসেন (৩২) ও সুমন মিয়া (৩০)। তাদের বাড়ি উপজেলার পুলশুরা ও জালশুকা গ্রামে।
সাটরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, ওই ছয়জন রবিবার রাতে জালশুকা এলাকায় জুয়া খেলার সময় পুলিশের হাতে ধরা পড়ে। সোমবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ