নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা কবি সুফিয়া কামালের ১০৫ তম জন্মজয়ন্তী পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
আজ সকালে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে বাজার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আফরোজা পারভীন রিকার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ সভাপতি আইরিন পারভীন লুনা, লিগ্যাল এইড সম্পাদক শামীমা সুলতানা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম পারুল প্রমূ।
বক্তরা এসময় কবি সুফিয়া কামালের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা করেন।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৬/হিমেল-০৪