মাদারীপুরের কালকিনির উত্তর রমজানপুর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাগর মুন্সী (৪৫) ও তাঁর স্ত্রী রুমা বেগম (৪০) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আহত সাগর মুন্সী জানান, সোমবার সকালে নিজ বাড়িতে গিয়ে মাদক ব্যবসায়ী গাজী হাওলাদার ও কালু হাওলাদার লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজী ও কালু কয়েক দিন আগে মাদক মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ জুন ১৬/ সালাহ উদ্দীন