চুয়াডাঙ্গা শহরের ঈদগাহ পাড়ায় পাওনা টাকা চাইতে যাওয়ায় লেবু (৩০) নামে এক যুবকের বাম হাতের তিনটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দেনাদার। সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দেনাদার ফরহাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত লেবু সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের শফি উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে লেবু পাওনা এক লাখ ৩০ হাজার টাকা চাইতে ঈদগাহ পাড়ার ফরহাদ হোসেনের বাড়িতে যান। এ সময় ফরহাদ টাকা দিতে না চাইলে লেবু দ্রুত টাকা শোধ করতে বলেন। একপর্যায়ে ফরহাদ ক্ষিপ্ত হয়ে পাশে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লেবুর বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলেন। স্থানীয় লোকজন এ অবস্থায় লেবুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ