সাভার পৌর এলাকার নামা গেন্ডা থেকে ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ১০ দিন পর বারিশাল থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল দশটার দিকে বরিশালের উজিরপুর এলাকার মজিবুরের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারীর ভাই রাসেলকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, গত ১০ জুন বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলে পথে মারুফ নামের এক যুবক ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরের দিন রাতে অপহৃতের বাবা অপু মিয়া বাদি হয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অন্যদিকে বরিশালের উজিরপুর এলাকায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে নিয়ে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে তারা এ ঘটনা উজিরপুর থানা পুলিশকে জানালে সোমবার সকালে পুলিশ মজিবুরের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
এ ব্যাপারে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপহরণকারীর ভাইকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ