ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে পিএইচডি জালিয়াতির বিষয়ে অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের র্রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনকে আহবায়ক করে ৬ সদস্যের এ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আলীনূর রহমান, আল কুরআন বিভাগের প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকি, বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল হক এবং একাডেমিক শাখার উপ রেজিস্ট্রার নূরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়েছে প্রফেসর ড. শাহিনুর রহমানের পিএইচডি ডিগ্রী অর্জন প্রক্রিয়ায় যে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে তার সত্যতা যাচাই করা। পিএইচডি ডিগ্রী প্রদান সংক্রান্ত সার্বিক কার্যপন্থায় প্রশাসনিক কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা চিহ্নিত করা।
এছাড়া কমিটিকে যথাশীঘ্রই সম্ভব বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ জুন ১৬/ সালাহ উদ্দীন