নাশকতার মামলায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জসিমকে উপজেলা সদর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া বলেন, জসিমের বিরুদ্ধে সাতকানিয়া থানার নাশকতার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। ওই পরোয়ানামূলে আমরা তাকে গ্রেফতার করেছি।
২০১৪ সালে উপজেলা নির্বাচনে সাতকানিয়া থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জসিম উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ২০ জুন ১৬/ সালাহ উদ্দীন