নাশকতা ও ভাংচুর মামলায় পাবনা শহর শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি বদিউজ্জামান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গাছপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিবির নেতা সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইয়াছিন আলী মাষ্টারের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান বলেন, সরকার বিরোধী বিভিন্ন নাশকতা ও ভাংচুরের এজহার ভুক্ত পলাতক আসামী ছিল শিবির নেতা বদিউজ্জামান। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় গাছপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ২০ জুন ১৬/ সালাহ উদ্দীন