কিশোরগঞ্জের ভৈরবে সিএনজি চালিত অটোরিকসা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রতনপুর গ্রামের নাজমা বেগম (২৬) ও কিশোরগঞ্জের গাইটাল এলাকার জামাল মিয়া (৩৮)। আহত তিনজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮ টার দিকে ভৈরব থেকে সিএনজি অটোরিকসা যোগে পাঁচজন যাত্রী কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। ভৈরবের হাজী কলেজের কাছে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসায় থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
বিডি-প্রতিদিন/ ২১ জুন ১৬/ সালাহ উদ্দীন