গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূর্ব মীরেরপাড়ার একটি ধানক্ষেত থেকে নিখোঁজের একদিন পর সুমন মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
সুমন মিয়া ওই গ্রামের মাইদুল ইসলামের ছেলে এবং মীরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ওসি মোজাম্মেল হক জানান, সোমবার বিকেলে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুমন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাই তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে ধানক্ষেতে সুমন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৬/মাহবুব