বাগেরহাটে দুর্যোগ প্রস্তুতি মডেল বাস্তবায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে বাগেরহাট সার্কিট হাউজে কর্মশালার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিন আহমেদ।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন-উল-হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ড ভিশনের আঞ্চলিক কর্মকর্তা প্রলয় ব্যনার্জী, কচুয়া এডিবি কর্মকর্তা মো. নুরুল হাসানসহ জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তারা।
তিন দিনব্যাপী কর্মশালায় বাগেরহাট জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশ নেয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগীতায় বেসরকারী সংস্থা ওয়ার্ড ভিশন এই কর্মশালার আয়োজন করেন।
প্রশিক্ষন কর্মশালার শুরুতে প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঝড়-জলোচ্ছাস ও বজ্রপাতের মতো দুর্যোগ থেকে রক্ষা পেতে কি কি করনীয় সে ব্যপারে প্রশিক্ষনের মাধ্যমে সকলকে অবহিত করে জন সচেতনতা তৈরিতে সহায়ক ভুমিকা পালন করবে।
বিডি প্রতিদিন/২১ জুন ২০১৬/হিমেল-১১