গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নব নির্বাচিত ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। এ সময় মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সিকদারসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২১ জুন ১৬/ সালাহ উদ্দীন