পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রানীপুর থেকে আল-আমিন মল্লিক (৩০) নামে এক দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানান সদর থানার ওসি মো. মাসদুজ জামান।
গ্রেফতার আল-আমিন সদর উপজেলার দক্ষিণ রানীপুর এলাকার আব্দুল রব মল্লিকের পুত্র। তিন বছর আগে একটি প্রতারণা ও আত্মসাৎ মামলায় তার ৩ বছর কারাদণ্ড দেয় আদালত।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৬/মাহবুব