কুমিল্লার চৌদ্দগ্রামের সাতঘড়িয়াসহ বিভিন্ন ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২’শ ২৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে।
আজ ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযানে মাদকগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান জানান, 'নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদকগুলো উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সেগুলো ফেলে চলে যায়।' মাদক উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন।
বিডি প্রতিদিন/২১ জুন ২০১৬/হিমেল-২৩