দিনাজপুরে বিরামপুরে বজ্রপাতে মহির উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত মহির উদ্দীন বিরামপুরে উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামের স্থানীয় বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কাটলা ইউনিয়নের শৈলান পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় মহির উদ্দীন বাড়ির পাশে জমিতে গরুর ঘাস কাটতে যায়। সন্ধ্যায় ফিরে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন