গাইবান্ধার সাত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে অাজ শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আশাদুজ্জামান আসাদ জানান, জেলার পলাশবাড়ী উপজেলা থেকে নাশকতা মামলায় জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারধর, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৬/শরীফ