সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্ত থেকে ভারতে পাচারকালে ছয়টি স্বর্ণের বারসহ আফতাবুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন মজুমদারের খালের ওপার থেকে তাকে আটক করা হয়।
আটক আফতাবুজ্জামান একই উপজেলার কেড়াগাছি ইউনিয়নের চারা বটতলার আবুল মন্ডলের ছেলে।
বিজিবির কাকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েক সুবেদার বেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফতাবুজ্জামানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ