চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে বোমা বানানে গিয়ে বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রুস্তুম মেম্বারের টোলা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সদস্য হুমায়ন আলী ওরফে হুমায়ন মেম্বারের বাড়িতে বোমা তৈরীর সময় বোমা বিস্ফোরিত হয়।
এসময় হুমায়ন মেম্বারের ছেলে সাকিল ওরফে সুমন (২৮), মাজেদ আলীর ছেলে আরিফ (২৭), জালাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩০), উত্তর নারায়ণপুরের জালাল উদ্দিনের ছেলে হামিদুর রহমান (২৫) ও রুস্তুম মোড়লের টোলা গ্রামের মজিবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (২৮) আহত হন।
ঘটনার পর পরই গোপনে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হুমায়ন মেম্বার স্থানীয় বিএনপি সমর্থক।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাকিল ওরফে সুমন, জাহিদুল ইসলাম, আরিফ, মাহফুজুর রহমান ও হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে। সদর মডেল থানার ওসি (তদন্ত) সারওয়ার জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৬/শরীফ