ফরিদপুরের মধুখালী থানা পুলিশ রড বোঝাই ট্রাকসহ ৩ ডাকাতকে আটক করেছে। এসময় ২০ টন রড উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বাচ্চু মোল্লা, মো. শিমুল এবং মনিরুল ইসলাম বিশ্বাস।
মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, চট্রগ্রামের আবুল খায়ের ষ্টিল মিল থেকে ২০ টন রড নিয়ে ঝিনাইদহের আফতাব ট্রেডার্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি ট্রাক। পরে ২২ জুন রাতে মধুখালী থানায় যেয়ে ট্রাকের ড্রাইভার এবং হেলপার ট্রাকসহ রড ডাকাতি হয়েছে বলে অভিযোগ জানায়।
এসময় পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে ট্রাকের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির কথা স্বীকার করে। পরে তাদের স্বিকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতে মাগুরার গাবতলা বাজারের মনিরুল ইসলামের গুদাম থেকে ২০ টন রড উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মধুখালী থানায় ডাকাতির মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৬/হিমেল-০৪