কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ২৯ লাখ টাকা মূল্যমানের ৯ হাজার ৮১০ পিস ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে হোয়াইক্যং বিওপির টহলদল টেকনাফ হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবাদে অভিযানে যায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে একটি সিএনজি (অটোরিক্সা) তল্লাশি চালিয়ে একটি ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার ইয়াবার প্যাকেট ব্যাটলিয়ান সদরে নিয়ে এসে গণনা করলে এতে ৯ হাজার ৮১০ পিস ইয়াবা পাওয়া যায়।
ইয়াবা উদ্ধারের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ৪৩ হাজার টাকা বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৬/শরীফ