সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোর রাতে র্যাব-১২ সদস্যরা উপজেলার ঘরগ্রামের বাবলাতলা মোড়ে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন- ঘরগ্রামের সোরহাব আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের কিফাত ফকিরের ছেলে নাজির ফকির (৪০)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম শুক্রবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবলাতলা মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪’শ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, নগদ তিন হাজার টাকা ও তিনটি মোবাইলসহ ওই দুজনকে আটক করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৬/হিমেল-১০