ময়মনসিংহ কোতোয়ালি থানা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম শহীদকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের কালীবাড়ী এলাকার নিজ বাসা থেকে একটি ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শাকের জানান, দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে।
পরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৪ জুন ১৬/ সালাহ উদ্দীন