কুমিল্লার দৈনিক পত্রিকা ‘বাংলার আলোড়ন’ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে চৌদ্দগ্রামে কর্মরত বিভিন্ন সাংবাদিক ও পত্রিকাটির পাঠক ফোরাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি হাসান মোঃ জহির, সাংবাদিক বেলাল হোসাইন, আনিছুর রহমান, শাহীন আলম, গোলাম রসুল, ইমন হাজারী, কবি আমজাদ হোসাইন, ব্যবসায়ী হোসাইন মামুন, আলমগীর হোসেন, শিক্ষক ফরিদ আহমেদ ভূঁইয়া, আবুল হাশেম শিমুলসহ পাঠক ফোরামের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ জুন মঙ্গলবার বিকেলে কুমিল্লার চকবাজারস্থ দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা অফিসে কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে পত্রিকার বার্তা সম্পাদক হাবিব খানসহ চার সাংবাদিককে আহত করে। এছাড়াও হামলারীরা ব্যাপক লুটপাট চালায়।
বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৬/হিমেল-১৭