নড়াইলের কালিয়ায় ফরিদ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে কালিয়া পৌর শহরের ডাকবাংলা চত্বরে এ ঘটনা ঘটে।
ফরিদ শেখ কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের আনছার শেখের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ফরিদের স্ত্রী রচনা বেগমের সঙ্গে পাশের গ্রামের সালামের প্রেমের সম্পর্ক ছিল। ৫ এপ্রিল বিকেলে সালাম ফরিদকে হত্যা চেষ্টা চালায়। পরে স্থানীয়রা সালামকে আটক করে পুলিশে দেয়। দুই মাস কারাগারে থাকার পর জামিন তিনি মুক্তি পান।
জামিনে বের হয়ে শুক্রবার রাতে কালিয়া পৌর শহরে ডাকবাংলো চত্বরে ফরিদের বুকে ছুরিকাঘাত করে সালাম। স্থানীয়রা ফরিদকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি জানান, ঘটনাস্থল থেকে সালামকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ জুন ১৬/ সালাহ উদ্দীন