বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক নারীকে উত্যক্ত করার অভিযোগে লিটন ইসলাম নামের এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেছার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
লিটন ইসলাম নন্দীগ্রাম উপজেলার তালপুকুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। নন্দীগ্রাম থানার এএসআই আতাউর রহমান জানান, তালপুকুর গ্রামের এক নারীকে উত্যক্ত করার অভিযোগে লিটনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের সাজা দেয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ