বরিশাল নগরীর হযরত কালুশাহ্ সড়কে ক্যামব্রীজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি মাইক্রোবাস আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই স্কুলের অনাবাসিক ক্যাম্পাসের নিচ তলায় গাড়ির গ্যারেজে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্যামব্রীজ স্কুল এন্ড কলেজ বরিশাল ক্যাম্পাসের অধ্যক্ষ সালাউদ্দিন সানী জানান, মঙ্গলবার ক্যাম্পাস বন্ধ ছিল। এ কারনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিলো না। সকাল ৯টার দিকে অনাবাসিক ক্যাম্পাসের নিচ তলার গাড়ির গ্যারেজে আকস্মিক মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তবে তার আগেই মাইক্রোবাসটি পুড়ে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুখ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েই আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কিন্তু তার আগেই মাইক্রোবাসটি পুরোপুরি এবং পাশে থাকা একটি মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তবে আগুনের উৎস সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ