চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গ্রামবাসী জানান, মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ শুরু হলে কয়েকজন নির্ধারিত টাকার চেয়ে কম পায় বলে অভিযোগ তোলে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হাবিবা খাতুনের টাকা দেয়ার সময় ভুলক্রমে ২০০ টাকা কম দেয়া হয়। এ নিয়ে গ্রামের একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্নভাবে ব্যবহার করে।
আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা আঞ্জুমান আরা জানান, সবকিছু ঠিকমতই চলছিল। বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর অভিভাবকের ইন্ধনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই, ২০১৬/ আফরোজ