বাগেরহাটে মাহেন্দ্র থেকে পড়ে গিয়ে শেখ রফিকুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের সমনে বাগেরহাট-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম জেলার মংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের গোয়ালিরমেঠ গ্রামের প্রয়াত নেসার উদ্দিনের ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রফিকুল ইসলাম ব্যক্তিগত কাজে সকালে বাগেরহাট কোর্টে আসেন। কাজ শেষ করে বাড়ি ফিরতে বাগেরহাট জেলা জজ আদালতের সামনের মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্রে ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে রাস্তার উপর পড়ে যান। এতে বুকে ও মাথায় আঘাত পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই মাহেন্দ্রর যাত্রী এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ