বান্দরবানে লামার দুর্গম লুলাইং এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে।
জানা গেছে, লামা-আলীকদম জোনের নিয়মিত সেনা সদস্যরা টহলের অংশ হিসেবে একটি সেনা টিম লামার লুলাইং এলাকায় গেলে আটককৃতদের সন্দেহমূলক ঘোরাফেরায় তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য আলীকদম সেনা জোনে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে মেরাইত্তা ঝিরি নামক এলাকায় গত ১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ১১টায় সরই বাজারের খোকন নাথ নামে দোকান কর্মচারীর লাশ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-১০