সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ পরিপন্থি কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার দুই সদস্য (রুকন) এর সদস্য পদ বাতিল করেছে দলটি। এছাড়া ঐ দুই নেতাকে জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো নোয়াখালী জেলা জামায়াতের আমির মো: আলা উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী শহর শাখার সদস্য (রুকন) মো: এনামুল হক ও তার স্ত্রী মিসেস নারগিস সুলতানা।
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-১২