‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই শ্লো-গানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। সভার সার্বিক পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা প্রণব কুমার দত্ত।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৬/ আফরোজ