বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া বগুড়ার ধুনটে রুবেল হোসেন (২৫) নামের এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
রুবেল ধুনট সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং পৌর এলাকার উত্তর অফিসার পাড়ার মোন্তেজার রহমানের ছেলে।
ওসি মিজানুর রহমান জানান, ২০১৪ সালের ২ জানুয়ারি বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে ধুনট বাজারে নাশকতা সৃষ্টির ঘটনায় বিস্ফোরক আইনে রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় মঙ্গলবার রাতে ধুনট অফিসার পাড়ার বাসা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৬/মাহবুব