নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বগুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। 'জল আছে যেখানে, মাছ চাষ সেখানে' এই শ্লোগানকে ধারণ করে বগুড়ায় মৎস্য অধিদপ্তর ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
এ উপলক্ষে আজ সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা রওশন আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-১৯