নীলফামারীর ডিমলায় বজ্রপাতে বাবলা (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বাবলা কালীগঞ্জ ক্বারীপাড়া গ্রামের মৃত বজলার রহমানের ছেলে।
জানা যায়, পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে বাবলা যাদু মেম্বারের চৌপথী ক্লাবে আশ্রয় নেয়। সেখানে রাত ৯টায় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-২১