জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় র্যালি ও আলেচনা সভা করেছে জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর, জেলা তথ্য দপ্তরসহ মৎস্যবীজ উৎপাদন খামার।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়ে তেরী বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। পরে প্রেসক্লাব সড়কের পাবলিক হল মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-২২