চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামে বোমা হামলায় মঞ্জির আলী (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত মঞ্জির আলী কবিখালী গ্রামের মরহুম আলিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্বাচনে জেতা ও হারার পর থেকে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা লেগেই আছে। তারই জের ধরে মঙ্গলবার রাতে আনুমানিক ১০টার দিকে বোমা হামলা ও আওয়ামী লীগ কর্মীকে কোপানোর ঘটনা ঘটে। আহত মঞ্জির আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এখনও নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। হামলার কারণ জানতে অনুসন্ধান চলছে।
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-২৪