গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট এলাকায় চোলাই মদ বিক্রির দায়ে ২ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মোমেন চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান।
দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- সদর উপজেলার কামারজানী ইউনিয়নের কামারখালি বাজার এলাকার শ্রী নেপাল চন্দ্র চৌধুরী (৫২) ও একই ইউনিয়নের কামারজানী বাজার এলাকার শ্রী গোপাল চৌধুরীর ছেলে শ্রী সুনীল চৌধুরী (৩৮)। এদের মধ্যে নেপালকে চার মাস ও সুনীলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওসি একেএম মেহেদী হাসান জানান, রাত ৯টার দিকে গোঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ দু’জনকে আটক করা হয়। পরে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এ দণ্ড দেন।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৬/মাহবুব