বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে নেত্রকোনা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় পাবলিক হলে ‘কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজহারুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুজ্জামান, ডা. আব্দুল কাইয়ুম আনোয়ারসহ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ মাঠকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাবলিক হল পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৬/শরীফ