ফেনীর দাগনভূঁঞা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পার্শ্ববর্তী দাদনা খালে পড়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দাগনভূঁঞা-বসুরহাট সড়কের মোবারক মেম্বারের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানান
দাগনভূঁঞায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন।
নিহতরা হলেন ফেনীর দেবীপুরের হারিছ ভেন্টরের ছেলে ট্রাক চালক মামুনুর রশীদ (৪০) ও বালু ব্যবসায়ী দাগনভূঁঞার উদরাজপুরের মো. নুরনবী।
ওসি আসলাম উদ্দিন, সকালে ট্রাকটি ওই এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই জনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৬/মাহবুব