নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর দুর্জয় দাস (৯) নামে অর্ধগলিত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজারদি গ্রামের একটি কলা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান নরসিংদী সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন মিয়া।
নিহত দুর্জয় রাজারদি গ্রামের বিজন দাসের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
সালাউদ্দিন মিয়া জানান, গত সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় দুর্জয়। তাকে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা বুধবার অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে সুমন নামে একজনকে আটক করে। এরই মধ্যে সকালে রাজারদি গ্রামের কলা ক্ষেতে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৬/মাহবুব