চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে নবনির্মিত একটি পোল্ট্রি খামারের ছাদ থেকে পড়ে আওয়াল হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খামারের নিরাপত্তাকর্মী জিয়াউর রহমান জানান, আওয়াল পোল্ট্রি খামারে বিদ্যুৎ লাইনে কাজ করছিল। বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে চিত্লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমান আওয়ালের বাড়ি চুয়াডাঙ্গায় জানালেও তার পূর্ণ ঠিকানা জানাতে পারেনি।
চিত্লা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিনা ফেরদৌস মৌ জানান, হাসপাতালে আনার পূর্বেই আওয়ালের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৬/শরীফ