খুলনার পাইকগাছা উপজেলায় ১৫ টুকরো বাঘের হাড়সহ দুই শিকারিকে আটক করেছে র্যাব। বুধবার রাতে উপজেলার বেতবুনয়িা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৬-এর খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।
আটককৃতরা হলেন জেলার কয়রা উপজেলার ভাগবা গ্রামের ওয়াজেদ গাজীর ছেলে গোলাম রসুল (৪৫) ও পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের মোক্তার গাজীর ছেলে খলিল (৩২)।
র্যাব কর্মকর্তা এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রসুল ও খলিলকে আটক করা হয়। তারা দু'জনই চোরা শিকারি। আটকের পর তাদের ব্যাগ থেকে ছোট-বড় ১৫ টুকরো বাঘের হাড় উদ্ধার করা হয়েছে। তারা ফাঁদ পেতে, গুলি করে ও বিষটোপ দিয়ে সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার করার কথা স্বীকার করেছে।
আটককৃতরা বাঘের চামড়া ও হাড় বিদেশে পাচারের সঙ্গে জড়িত বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ