ফেনীর দাগনভূঞায় বালুভর্তি ট্রাক উল্টে খালে পড়ে ঘটনাস্থলে বালু ব্যবসায়ী নূর নবী (৪৫) ও ট্রাক চালক মামুনুর রশিদ (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ফেনী বসুরহাট রোডে দাদন খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর নবী দাগনভূঞার উদরাজপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। মামুনুর রশিদ ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকার হারিস ভেন্ডারের ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৬/ আফরোজ