অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডের রায় শনিবারের মধ্যে প্রত্যাহার না করলে রবিবার কুমিল্লা জেলায় অর্ধ দিবস হরতাল পালন করবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার এ ঘোষণা দেন।
তিনি জানান, শনিবারের মধ্যে তারেক রহমানের এ রায় প্রত্যাহার করা না হলে রবিবার কুমিল্লা জেলায় অর্ধ দিবস হরতাল পালন করা হবে।
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন